ইচ্ছে হল তাই - কবিতা ইচ্ছে হল তাই প্রজাপতি প্রজাপতি যাচ্ছ তুমি কোথায়? প্রজাপতি বলে তখন যেথায় খুশি সেথায়। প্রজাপতি প্রজাপতি এসো আমার কাছে প্রজাপতি বলে তখন অনেক কাজ আছে। প্রজাপতি প্রজাপতি নাচছ কেন ভাই? টপ্রজাপতি বলে তখন ইচ্ছে হল তাই।
0 comments:
Post a Comment