আমাদের এই দেশে
সোনার ফসল ফলে
তাইতো সবাই এই দেশকে
খুব সুন্দর বলে।
এই দেশেতে জন্ম নিয়ে
হলাম আমি ধন্য
সারা জীবন কাজ করতে চাই
দেশ ও মাটির জন্য
ঐ দেশের রূপ দেখে
জুরায় মন প্রাণ
প্রতিদিন শোনা যায়
পাখির মিষ্টি গান
দেশের সব কিছু
ভালো লাগে বেশ
আমার দেশের রূপ সৌন্দর্যের
নাইকো কোন শেষ।
0 comments:
Post a Comment