কবিতা
কার হুকুমে
তাছরিফা জান্নাত আফছানা
কার হুকুমে গোলাপ কলি
পাপড়ি মেলে হাসে
কার হুকুমে নীল কুমুদী
দিঘির জলে বাসে
কার হুকুমে ময়না পাখি
মধুর কথা বলে
কার হুকুমে নদীর মাঝে জোয়ার ভাটা হয়।
কার হুকুমে বিশাল পাহাড়
দাড়িয়ে থাকে দুরে
কার হুকুমে দিনের শেষে
সূর্য ঢলে পড়ে
কার হুকুমে চাঁদটা ঝোলে
নীল আকাশের কোলে।
কার হুকুমে নিদ্রা আসে
সকল মানব চোখে
কার হুকুমে নিদ্রা আসে
সকল মানব চোখে।
কার হুকুমে জীবন জীবন জাগে স্বপ্ন দেখে দেখে
কার হুকুমে পাখ পাখালী
করে কলরব
এসব চলে তার হুকুমে
যিনি সবার রব।

0 comments:

Post a Comment