শ্রীগুরু গৌরাঙ্গের বন্ধনা
বল গুরুর জয়, বল গুরুর জয়, গুরু পদে প্রাণ সপিলে জীবন মুক্ত হয়।
গুরুর পদে প্রেম ভক্তি, ভক্তিতে জানিও মুক্তি,
চিত্তশুদ্ধি না হইলে, নহে প্রেম উদয়।।
কলির জীব উদ্ধারিতে, শ্রীগৌরাঙ্গ রূপ ধরে ,
শচিগর্ভ সিন্ধু হতে নদিয়ায় উদয় ।।
শ্রীগুরুর চরনে রতি, এই সে উত্তম গতি
চরণে রাখিও মতি সুধীরগোস্বাই কয়।।
জয় গুরু সুধীর গোস্বাই, জয়গুরু সুধীর গোস্বাই ,
কৃপা করে পাপ অপরাধ ম সমূদ্বয় ।
জয় গোস্বাই কৃষ্ণ গোপাল, জয় গোস্বাই কৃষ্ণ গোপাল,
জয় প্রভূ নিত্যানন্দ পঞ্চতত্ত্বের জয় ।।
বল গুরুর জয়, বল গুরুর জয়, গুরু পদে প্রাণ সপিলে জীবন মুক্ত হয়।
গুরুর পদে প্রেম ভক্তি, ভক্তিতে জানিও মুক্তি,
চিত্তশুদ্ধি না হইলে, নহে প্রেম উদয়।।
কলির জীব উদ্ধারিতে, শ্রীগৌরাঙ্গ রূপ ধরে ,
শচিগর্ভ সিন্ধু হতে নদিয়ায় উদয় ।।
শ্রীগুরুর চরনে রতি, এই সে উত্তম গতি
চরণে রাখিও মতি সুধীরগোস্বাই কয়।।
জয় গুরু সুধীর গোস্বাই, জয়গুরু সুধীর গোস্বাই ,
কৃপা করে পাপ অপরাধ ম সমূদ্বয় ।
জয় গোস্বাই কৃষ্ণ গোপাল, জয় গোস্বাই কৃষ্ণ গোপাল,
জয় প্রভূ নিত্যানন্দ পঞ্চতত্ত্বের জয় ।।
0 comments:
Post a Comment