মায়ের ভালবাসা - সুজন চাষা মায়ের ভালবাসাসুজন চাষা মা গো আমায় জন্মদিলে, জন্মদায়িনি তুমি। সারা জীবন থেকে যাব, হয়ে তোমার ঋণী। তোমার কথার সুর ফুটলে, ফুটে গো কামিনী। তোমার সেই কথাগুলো, ভুলবনাকো আমি। এই দুনিয়া এত সুন্দর থাকলে গো মা তুমি। আমায় ছেড়ে যেওনা মা গো অন্ধ হব আমি
0 comments:
Post a Comment