মাতৃরুপে

মাতৃরুপে জানিগো তোমায় জগৎ জননী
দূর্গম বধিয়া তুমি দূর্গতি নাশিনী ॥
দুষ্টের দমন করে, করো শিষ্টের পালন
তাইতো মানব হৃদয় তোমায় করিছে স্মরণ ॥
মহিষাসুর বধিয়া তুমি মহিষমর্দিনী
মঙ্গল সাধিয়া তুমি মঙ্গলদায়ীনি ॥


শরতে আসিয়া নাম দেবী শারদীয়া

পুজি গো তোমার চরন, দাও পদছায়া ॥

0 comments:

Post a Comment