সময়ের কদর

জ্ঞানী হতে চাও তুমি হতে চাও বড়?
সময়টা ভাগ করে নিয়মিত পড়।
সময়ের কদর যে ঠিকমত করে,
সফলতা হাতছানি দেয় তার ঘরে।
জীবনের বাঁেক বাঁেক সময় যে যায়,
নদীর স্রোতের মত কভূ না দাঁড়ায়।


সময় যতন করো গড়তে জীবন,
সুখের ছোঁয়ায় হবে পুলকিত মন।
অকারণ অলসতা দূর করে দাও,
সময়ের দাম বুঝে মুক্তা কুড়াও।
সময়টা কত বড় বুঝবে তখন,
সচল জীবন হবে অচল যখন।
কোন কাজ হবে নাতো সেই অবেলায়,
সময় করো না শেষ হেলায় খেলায়।

0 comments:

Post a Comment