একুশ মানে

একুশ মানে ফুলের তোড়া
ফুল ছিটানো নয়,
একুশ মানে রূহের মা
ধর্ম মতে কয়।
একুশ মানে শুকর গুজার
হৈ হলোড় নয়।


একুশ মানে শান্তি কামী
গুরু জনে কয়,
একুশ মানে স্বরণ রাখো
রক্ত ঝরা দিন
একুশ মানে ধারের দল
জীবন মায়াহীন।
একুশ মানে লাল পতাকা
সবুজ ছায়া নীড়।
একুশ মানে হাজার ভাইয়ের
কষ্ট উটুঁ শির।
একুশ মানে মিষ্টি ভাষা
স্বাধীন মুখের হাসি
একুশ মানে দুঃখ ভুলা
গাঁয়ের সকল চাষী।
একুশ মানে বাংলা আমার
বাংলা আমার ভাষা
একুশ মানে গানের সুরে
কাঁধ মিলানো আশা।

0 comments:

Post a Comment