কৌতুক
ড়মুড় করে বাকী স্যার কাসে ঢুকে পড়লেন। স্যারকে দেশে সবাই উঠে দাঁড়াল। আমাদের এই স্যার মজা করতে খুবই পছন্দ করেন। সবাইকে দাঁড়ানো দেশে স্যার বললেন বেশ একর সারা বোকা তারা বাদে সবাই বসে পড়ো। স্যারের নির্দেশ শুনে রুমি ছাড়া সবাই বসে পড়ল। স্যার বললেন তাহলে তুমিই কাসের মধ্যে একমাত্র বোকা? রুমি বলল আসলে তা না স্যার। আপনি একা একা দাঁড়িয়ে থাকবেন সেটা দেখতে খারাপ লঅগবে তাই...। এবার বই খুলে স্যার পড়ানোর মনোযোগ দিলেন দ্বীপ কাকে বলে? লিজু বলল যে ভূমির এক দিক দিক বাদে সব দিক পানি দিয়ে ঘেরা থাকে তাকে দ্বীপ বলে। স্যার শুনে অবাক, কোন দিকে পানি থাকে না, লিজু? লিজু বলল ওপর দিকে স্যার। এবার তুমি বল দেখি “রিমা কুড়াল দিয়ে উঠানের সব কয়টা গাছ কাটল। তবুও তার বাবা তাকে কিছু বললেন না? দুষ্টু ছাত্রী সাহিদা বলল রিমার বাবা কিছু বললেন না, কারণ রিমার হাতে সম্ববত তখনও কুড়াল ছিল। স্যার সাদিয়াকে প্রশ্ন করলেন ইংরেজিতে সবচেয়ে বড় শব্দ কোনটি? সাদিয়া বলল ঝগওখঊঝ। কারণ এর দুই পাশের দুটি এস এর মধ্যে একমাইল জায়গা আছে।
kub sundor
ReplyDeleteha ha ha ha ha ha
ReplyDelete