দূর্লভ মানব জনম - কবিতা

দুর্লভ মানব জনম
হেসে খেলে যায়
না ভজিলাম হৃষীকৃশ
মিছে বেলা ফুরায়।

আমার দিন গেল
আমার আমার করিয়া
তুমি আমি মিছে শুধু
সার্থ লইয়া।

ভুলিয়া রইলাম আমি
রঙ্গের ও মাঝে
রঙ্গ আমার হইল সাঙ্গ
সকাল বিকাল সাজে।

0 comments:

Post a Comment