শিমুল পলাশ - কবিতা শিমুল পলাশ আচ্ছা শিমুল আচ্ছা পলাশ! বলতে পারো ভাই, তোমাদের মধ্যে রক্তের রং? কেন দেখতে পাই, জবা ফুলের মত তোমরা? এমন কেন লাল, ফাল্গুন হলে তোমায় দেখে? হই যে বেসামাল, কার রক্তে রং মেখে? লাল হয়েছে ভাই, তোমায় দেখে শহিদ ভাইদের? স্মারণ করতে পাই,
0 comments:
Post a Comment