সনেটে একুশ

বায়ান্ন সালের এক রৌদ্রোজ্জল দিন
সুষপ্ত বাঙ্গালী জনতা উটল জেগে
নব উদ্যমে এক দুর্দমীয় বেগে
নেমে এল পিচ ঢালা রাজ পথে।
ঝাপিয়ে পড়ল ওরা ভাষা আন্দোলনে
গেয়ে স্বাধিকারের গান হৃদয় রাগে
লিখে দিল এক ইতিহাস রক্ত দাগে
লিখে দিল এক ইতিহাস রক্তদাগে
ফলার রোডে মায়ের ভাষার সম্মানে।
তাদের বির্সজিত রক্তের বিনিময়ে
বাঙ্গালী পেল এক অনন্য অধিকার
কথা বলার মাতৃভাষা বাংলাভাষা।
পরাধীনতার সব শৃঙ্খল গুড়িয়ে
বাঙ্গালীরা করল যাত্রা স্বাদীনতার
মুক্তির অমিয় সুধায় মিটাল তৃষ্ণা।

0 comments:

Post a Comment