মা ও বর্ণমালা
আমার প্রিয় বর্ণমালা
আমার প্রিয় মা
এই দুটিকে ছাড়া আমি
বাচতে পারি না।
বর্ণ নামে পুষ্পে গাথি
ভাষার মনিহার
সেই ভাষাতে আমার মতো
স্বপ্ন অহংকার।
আম্মি মাদার মাম্মি নাতো
আমার প্রিয় মা
মা ছাড়া যে মোটেই আমি
বাঁচতে পারি না।
মা দিয়েছে চোখের আলো
বর্ণে পেলাম বাক
চাই না কিছুই শুধু মা আর
বর্ণমালা থাক।
স্বর্ণ সে তুচ্ছ আমান আমার
বর্ণমালার কাছে।
মা আছে তাই আমার চোখে
স্বপ্ন জেগে উটে।
আমার প্রিয় বর্ণমালা
আমার প্রিয় মা
এই দুটিকে ছাড়া আমি
বাচতে পারি না।
বর্ণ নামে পুষ্পে গাথি
ভাষার মনিহার
সেই ভাষাতে আমার মতো
স্বপ্ন অহংকার।
আম্মি মাদার মাম্মি নাতো
আমার প্রিয় মা
মা ছাড়া যে মোটেই আমি
বাঁচতে পারি না।
মা দিয়েছে চোখের আলো
বর্ণে পেলাম বাক
চাই না কিছুই শুধু মা আর
বর্ণমালা থাক।
স্বর্ণ সে তুচ্ছ আমান আমার
বর্ণমালার কাছে।
মা আছে তাই আমার চোখে
স্বপ্ন জেগে উটে।
0 comments:
Post a Comment