মন্ত্রাদি জপ ও ধ্যানের নিয়মাবলী -
করে ধরে নয়ন মুঝে ধ্যান যোগে নিবেদন, সন্ধ্যা শ্রীনাম ও মন্ত্রাদি জপ করিতে হয়। ভজনের নিয়মাবলী পালন করিতে হয়। ইহাতে জপ সিদ্ধি, মন্ত্র সিদ্ধি, দেহসিদ্ধি, ভজনসিদ্ধি ও বাক্যসিদ্ধি হয়। মন কল্পিত হয়ে সর্ব ইন্দ্রিয় সংযত হয়ে কৃষ্ণ পদে প্রেম ভক্তি হয়।
* কপালে সোনার বরণ গুরু গৌরাঙ্গের ধ্যান করিবে কপালে নিত্য নবদ্বীপ ।
* মস্থকে শ্রীশ্রী রাধা কৃষ্ণের যোগল ধ্যান করিবে মস্থকে নিকুঞ্জবন।
* ধ্যান ভিন্ন কোন দেব না হয় পুজন, ধ্যান দ্বারা কর আগে স্বরূপ বিচরন। স্বরুপে আরূপ যার, রসিক নাগড় তার, প্রাপ্তি হবে মদন মোহন।
* প্রত্যেহ ভোর বেলায় শয্যা ত্যাগ করিয়া বৈষ্ণব কীর্ত্তন করিতে করিতে আঙ্গিনায় চলাফেরা করার অভ্যাস করা ভক্তির লন।
* নিত্য কর্ম করে শ্রীশ্রী গুরু গৌরাঙ্গের প্রণাম ও ধ্যান করে বীজ গায়ত্রী জপ করার অভ্যাস করিতে হইবে।
করে ধরে নয়ন মুঝে ধ্যান যোগে নিবেদন, সন্ধ্যা শ্রীনাম ও মন্ত্রাদি জপ করিতে হয়। ভজনের নিয়মাবলী পালন করিতে হয়। ইহাতে জপ সিদ্ধি, মন্ত্র সিদ্ধি, দেহসিদ্ধি, ভজনসিদ্ধি ও বাক্যসিদ্ধি হয়। মন কল্পিত হয়ে সর্ব ইন্দ্রিয় সংযত হয়ে কৃষ্ণ পদে প্রেম ভক্তি হয়।
* কপালে সোনার বরণ গুরু গৌরাঙ্গের ধ্যান করিবে কপালে নিত্য নবদ্বীপ ।
* মস্থকে শ্রীশ্রী রাধা কৃষ্ণের যোগল ধ্যান করিবে মস্থকে নিকুঞ্জবন।
* ধ্যান ভিন্ন কোন দেব না হয় পুজন, ধ্যান দ্বারা কর আগে স্বরূপ বিচরন। স্বরুপে আরূপ যার, রসিক নাগড় তার, প্রাপ্তি হবে মদন মোহন।
* প্রত্যেহ ভোর বেলায় শয্যা ত্যাগ করিয়া বৈষ্ণব কীর্ত্তন করিতে করিতে আঙ্গিনায় চলাফেরা করার অভ্যাস করা ভক্তির লন।
* নিত্য কর্ম করে শ্রীশ্রী গুরু গৌরাঙ্গের প্রণাম ও ধ্যান করে বীজ গায়ত্রী জপ করার অভ্যাস করিতে হইবে।
0 comments:
Post a Comment