বিসমিল্লাহির রাহমানির রাহীম
লেখকের কথা -
স্রষ্টার সৃষ্টির মধ্যে মানবই সেরা। মানব জন্মই সেরা জন্ম। যার তুলনা নেই। এজন্য মানুষ মানুষের জন্য দিবে হাসি, আনন্দ, ভালোবাসা ও করবে খোশামোদ। আল্লাহ এ পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছেন  একমাত্র সবই মানুষের কল্যাণের জন্য। তাই মানুষ মানুষের কোন তি সাধন করতে পারে না। যদি সম্ভব হয় তাহলে তাকে ভালো, সঠিক পথ দেখানো। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। কোন অবস্থাতেই কারো অমঙ্গল করা যাবে না। শারিরীক শক্তি দ্বারা হউক, কথা, কলম এমনকি অর্থদ্বারা হউক সর্বেেত্র মানুষের উপকার করাই মানবধর্ম। যে মানুষ সম্পূর্ণ ভাবে নিস্পাপ সেই নিঃসন্দেহে মহা মানব, আর তাহার জন্য সৃষ্টিকর্তা ইহকাল ও পরকালের জন্য রেখেছেন অসীম সুখ ও শান্তি। এটা দুনিয়াতে হাজারও প্রমান আছে। সব মানুষই যাচাই করে দেখতে পারে যারা অন্যের অমঙ্গল সাধন করে সে অমঙ্গল তারেই টানে। তাছাড়া যারা অপরাধ করেন তাদের জীবন নিয়ে কিছুন গবেষনা করলে দেখা যায়, দুনিয়াতেও তারা খুবই তিগ্রস্থ। তাছাড়া বর্তমান জগতে যেসব অন্যায় অত্যাচার, অপকর্ম হচ্ছে, তার জন্য অধিকাংশ দায়ী হচ্ছে ধর্মীয় অশিা। এজন্য এসব নিয়েই আমার কবিতাগুচ্ছ। প্রিয় পাঠক/পাঠিকা আমি অতীতে ২টি কবিতার বই লিখেছিলাম বইয়ের নাম ছিলো “কল্যান” (১) ও “কল্যান” (২) আবারও আপনাদেরকে একটি কবিতার বই উপহার দিলাম বইটির নাম “কল্যাণ” (৩) আমার এই ুদ্র লেখাটুকু কেমন লাগবে আপনাদের কাছে জানিনা, সে বিচারটুকু আপনাদের উপর ছেড়ে দিলাম, যদি একটু ভালো লাগে এটাই আমার জীবনের স্বার্থকতা, তাহলে ভবিষ্যতে আরো সুন্দর করে লেখার অনুপ্রেরণা পাবো।
লেখক- এম রাজু আহমেদ

0 comments:

Post a Comment