স্বাধীন
এম রাজু আহমেদ

একাত্তরের মাতৃ শিশু মাতৃ কোলে
আয়রে ছুটে আয়।
তোমরা সবাই যুদ্ধ করে
ঝান্ডা ধরো শক্ত করে।
আমরা সবাই ছুটবো পরে
করবো স্বাধীন রাত দুপুরে।
আয়রে ছুটে আয়,
এই দেশেতে জন্ম নিয়ে।
শতেক স্বৈরাচার
বাংলা মায়ের বুকে তারা।
কেন জ্বালবে হাহাকার,
বুক পেতে সব প্রান দিয়ে যাই।
আমরা সকল ভাই,
কোল থেকে আজ যাচ্ছে ছুটে।
শক্ত হাতে হাত বাড়িয়ে,
আয়রে ছুটে আয়।
ইতিহাসের শক্ত পাতায়,
লিখবো মোরা বাণী।
এই দেশেরই ভক্ত মাটি,
মুক্ত হবো আমরা সবাই জানি।
মানবো না আজ দুঃশ্বাসন
করবো মোরা জয়।
রক্ত দেবো দলে দলে
করবো না যে, ভয়।
তোরা আয়রে ছুটে আয় ॥

0 comments:

Post a Comment