বার মাস
এম.রাজু আহমেদ

বৈশাখের দিনগুলো তাই
বজ্রে দিলো ডাক।
জ্যৈষ্ঠ মাসের চাঁদনী রাতে
পাকা ফলের বাঁক।
আষাঢ় দেখ কাপছে এবার
বন্যা বুকে নিয়ে
শ্রাবন মাসে ছোটছে মাঝি
বৈঠা কাঁদে নিয়ে।
ভাদ্র শেষে ডাকছে চড়াই
নীড় বেঁধে সে করবে বড়াই
আশ্বিন কার্তিক মিলছে দু’ভাই
কুয়াশাতে কেউ মাফ পাবে নাই।
অগ্রাহায়ন দৃষ্টি মেলে
বলছে ফসল নেরে তুলে।
পৌষে মাঘে ধরছে বাজি
কাপরে শিতে বাংলাবাসী
ফাল্গুনেরই গুন গুনানো
চৈতী হাওয়ায় ঘুম ভাঙ্গানো।

0 comments:

Post a Comment