মিনতীর ফল
এম.রাজু আহমেদ

যতন করে প্রাণ, করিল কে মোরে দান
তবু নাহি দিতে চাই তার এই প্রতিদান।
খাটি যার স্বান, আছে তার মান
চাহিলে কাকুতি করে, করিবে মহাদান।
যে করিবে পণ, পাবে তার মন
সেই করুণাই হবে তার শেষ সমাপন।
করিয়া দেহ ত্যাগী, হবেই কেহ ফেরারী
সেথায় হতে পারে কেহ রাজপ্রসাদী।
যে করিবে যাহা পরলৌকিক কালে পাবেই তাহা
আপন হাতের মুঠোয় সেচ্ছায় দিখিবে যাহা।
কাঁদিবে কে ভিড়ে হাঁসিবে সিড়ি বেয়ে
মুক্তার মুকুট খানি বসবে মাথায় দিয়ে।

2 comments:

  1. With each failing diet, I became more desperate to find the next promised miracle.
    It really doesn't matter if it's the latest fad or if it's just getting more exercise.
    Yes, whether you like it or not, you will have to exercise.


    Also visit my web-site: weigh loss

    ReplyDelete
  2. Великолепный пост, не часто встретишь такое глубокое
    понимание сути вопроса, постарайтесь писать почаще

    Мой веб сайт; браузерные гонки онлайн

    ReplyDelete