সর্বস্ব ত্যাগ
এম রাজু আহমেদ

সবর্স্ব ফেলে কোথায় চলে যাও, দাঁড়াও তোমায় দেখি
সহচারী তোমার নেই পাশে আর, দিয়াছে চিরফাঁকি।
সর্বাঙ্গীন আজ বলিতে পারিবেনা, কাঁদিবে অন্তর
সমবেত হয়ে বলেছি বহুবার গড়ো, পরলৌকিক সম্পদ।
রাজপ্রসাদ আর বাহাদুরী জমিদারী নহে, সত্য চৌকিদারী
তাইতো ক’দিন পাহারা দিয়ে করিয়াছো তাবেদারী।
ভান্ডার হতে সরিসার মত যায়না কিছু নেয়া,
নিস্তার দিবেনা অদৃশ্য কারো, থাকবে কি আর চাওয়া।
দুর্গম পথের পথিক হয়ে, গৌরবে ছিলে মহাকাল
নির্ভীক তুমি বাহানা করেছো, এখনই তিমির নিড়ে কাটাও চিরকাল।
এই ধরীত্রীর প্রহরী সবাই, সন্দেহের নেই অবকাশ
ইচ্ছা তাকিলেও বিঘœ উপভোগ, এটাই বাস্তব আশ্বাস। 

0 comments:

Post a Comment