ভিন্ন নাম
এম রাজু আহমেদ

হাওয়ার দ্রুত গতি জড়ে পরিণত,
    বাড়িলে ঠান্ডা অতি বরফ বর্শিত।
হেটে হেটে তাড়াহুড়ো দৌড় হয়ে যায়,
    অল্প বলিলে ভদ্র, বাচাল হয় বেশি কথায়।
উচ্চস্বরে বলিলে কিছু, তাই চিৎকার
    ধীরেস্তীর করিলে কাজ, সেই হয় চমৎকার।
আঁকাশ বেঁধে মেঘ জমেছে, এটাই দৃষ্টি
সেই থেকে নেমে এলে চোখে লাগে বৃষ্টি।
অসহায় এর গালে তাপ্পড় হিংসা নয় শাসন হয় বলে কুজন
    ধনীদের মদ পান বলে হিংসুক এটা কি আর নেশা হয়।

0 comments:

Post a Comment