লাচারে ব্যাকুল
এম রাজু আহমেদ

অশান্ত ধরাধর বৃষ্টি আর পবন চলে,
    বজ্র গর্জন বন্যার ঢেউয়ে মাঝি, কাপে থরথরে।
চুপিচুপি আঁকাশ পানে, মাঝি তার স্বান খুলে
    ইশারায় বাসনা বলে আগার কিনারে দিও তুলে।
হে মহান হও আগুয়ান, অতীত করো মা,
    বিপদে শক্তি শুন্য আমি, পাপের নেই মোর সীমা।
হে মোর জয়ী যদি না দাও ঠাঁই করো প্রত্যাখান,
    তোমায় ছাড়িয়া চাইবো কোথায়, আছে কি এমন স্থান।
যে ভাবে তোমার ভালবাসা মোরে দিয়াছো আজীবন
    তাই তুমি মহান নিষ্কলুষ, তোমারই দয়ায় থাকবো চিরন্তন।
নিন্দার্হ নিপে করো না প্রভু, আমার নিধন বেলায়
    সর্বসুখে তুমি খুশি, হেরেছি আমি তোমার দৃঢ় খেলায়। 

0 comments:

Post a Comment