ইচ্ছা
এম রাজু আহমেদ

যদি থাকে মেঘ গগন জুড়ে
নামবে তবু বৃহৎ সুরে।
থাকে যদি ঢেউ ভাঙ্গবে এপার
প্রান্তেনা পাবে তবু নিস্তার।
আসে যদি ঝড় বহিবে বাতাস
শক্তিরা পারবে কি করিতে বিনাশ।
থাকিলে সুস্বাদ বাঁধিবে বাসা
ঘিরিলে মরন থাকেনাকো দিশা।
মৌসুমী এলে পাকিবে সে ফল
সাতার কাটিবে মাছ, যদি থাকে জল।
না পেলে আহার, বাড়িবে ুধা
নিম বীজে দিলে চিব, দ্বিধা নেই তিতা।
ইচ্ছাতে স্বর্গই, দৃষ্টিতে নাই
সত্যের সন্ধ্যানী, খুজিঁবে সবাই।

0 comments:

Post a Comment