করুণা
এম রাজু আহমেদ
 

        ুধার্তকে আহার দাও করনা লাঞ্চনা
            আক্রান্ত ভূমিহীন যারা দিও সান্তনা।
        পিতৃ হারা জগতে কে আজ দাও অশ্র“ মুছে
শৈশব কালে জননী হারিয়েছে নাও বুকে টেনে।
        আপন রোগে কাঁদছে কেহ দাড়াও তারই পাশে
            নিজস্ব দুঃখে ফেরারী যারা ঠাঁই দিও নিজ কাছে।


        অপরাধ জগতে ঘুরছে যারা দমন করো রুখে
            তাই হবো স্বাধীন চেতা থাকবো না আর দুঃখে।
        ধুমপায়ী আজ করছে নেশা মরছে লাখো মন
            কুখ্যাত খুনী নেশায় মগ্ন কাটছে সবুজ বন।
        বই তুলে নাও হাতে তরুণ বিশ্ব হবে হাতের মুঠোয়
               থাকবে না আর দুর্ভাবনা আঁধার যাবে চরন দুলোয়।


0 comments:

Post a Comment