নারীর মান
এম. রাজু আহমেদ

বিশ্ব নারীর মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামীন,
এজন্য নারীরা সকল েেত্র হবেন পর্দাশীল।
কুরআন পাকে বলেছেন স্রষ্টা, লাজুক নারীরা মায়ের জাতি
পর্দাকে মেনে চলো, অপরাধ শিকার করো, ভেঙ্গে যাবে নিজ ভুল ভ্রান্তি।
ধ্যান করে দেখো নারীদের কুলে, মহাজ্ঞানী, শত মনিষীর জন্ম
নারীগর্ভে ধারন বিশ্বনবী (সঃ) থেকে আলীম উলামা ও মানব প্রজন্ম।
বিবেকের য়, যদি পর্দা নকশী হয়, অশালীন বোরকা কি ?
পরিনতি নারী মহলের কেমন হবে, নারী সকলের ভাবা উচিৎ ছিল নাকি !
অশালীন বস্ত্র যার, লজ্জ্বা নেই তার,
লজ্জ্বা নেই যার কিসের ঈমান তার, বর্নিত হাদীসে।
নারী হয়ে যে নারীরা মান কেড়ে নেয় নারীর,
তারাও এক মাতৃ সন্তান জাগেনা কেন তার মনে।


সম্মান আদর, সালাম, নিবেদন করিয়াছেন পর্দাশীল নারীদের, গড়িয়াছেন যিনি
তাইতো মায়ের পায়ের নিচে সন্তানের স্থান,
তার চেয়ে বড় অধিকার কি হতে পারে খোদা বলিয়াছেন স্বয়ং তিনি।
শ্রদ্ধা, মান-সম্মান, মর্যাদা দিয়েছে ইসলাম,
নারীদের দিয়েছে পূর্ণ অধিকার পর্দাই সর্ব সম্মান।
পর্দাহীন কিসের নারী, পর্দা লঙ্ঘনকারীর পরজগৎ অন্ধকার।
রুখে দাড়াও নারী সকল, ধর্ম, সমাজ, সম্মান রার্থে খোদাকে কর ভয়
আমরা মুসলমান, কোরআন মোদের প্রাণ, হেথায় যে করে আঘাত হোক তার য়।

0 comments:

Post a Comment