ওপারের ডাক
এম.রাজু আহমেদ

 

রাত পুহালো জাগছে জাতি মায়ের আঙ্গিনায়
আনন্দে উল্লাসিত মা তোমার শুভ কামনায়।
মস্তিস্ক বুকে রেখে হায় ছিলাম নিন্দ্রিত
কত রজনী গেল শুধু জাগালে কেন তুমি পোষিত।
অল্প সময়ে না জানা অচেনা হৃদয়ে নিয়ে করি আপন
নিকের দ্বীপ ছেড়ে চলে চির নিন্দ্রায় করে আত্মগোপন।
রাতের তাঁরায় বিলিয়ে নিজেকে খুঁজি সেই ভিড়


ওপারের ডাক আসবে যখনই চলে যাবে সাজানো সে নীঁড়।
যদিও না যেতে চাহে কেহ পরলৌকিক কালে
পাহারা দিচ্ছে প্রহরী তোমায় নিয়ে যাবে পালকিতে তুলে।
তাই যে আমি কামনা করি জাগো হে বাঙ্গালী
দুলালী বাংলা মায়ের সবাই হওনা কেন সৎ কাঙ্গালী।

0 comments:

Post a Comment