শংসিত ভূবন
এম রাজু আহমেদ
          
চু মেলিয়া ভূবন ঘুরিয়া
    দেখেছো অচেনা বহুদূর।
অপারগ সাধ্য করিতে ঘুরেছো
    তিমির অসীমপুর।


সমুদ্র সৈকতে দাড়াইয়া তর্জনে
    করিয়াছ শৌখিন ভান।
জগৎ মেলায় আসিয়া জেনেছো
    ধারিত্রী প্রাত্যহিক ধ্যান।
অন্ন পেয়েছো ঐশ্বর্য সাধনে
    করিয়াছ অহংকার।
লোকালয় স্বজন বস্ত্র বিহীন
    ভাবনী একবার।
জীবসত্তা থাকিতে তৃষ্ণা মিঠাও অকিঞ্চনের ত্রান
প্রাণান্ত না হতে বিতরন করো অর্জিত মহাজ্ঞান। 

0 comments:

Post a Comment