কল্পনার ভৃমি
এম রাজু আহমেদ

নীল আঁকাশে ঘুরিতাম ধারিণীর থাকিলে দুই ডানা
গগন পানে মেঘের নিশান থাকতো সবই জানা।
সাগর জলে গহীন বালুচরে মেলছে কারা মেলা
আপন গৃহ থাকিলে সেথায় জাগিতাম সারা বেলা।
প্রজাপতি হলে ঘুরে বহু ফুলে শুকিতাম হরেক ঘ্রান
ফুল কলিরা উল্লাসে বলিত তোমার আগমনে ধন্য মোর প্রান।
কুয়াশা হলে ভোর বিহানে মাতৃ চরনে
সাজিয়ে দিতাম শিশির কণা নিজস্ব বরণে।
বাগান হলে আমার কোলে রাখিতাম বিশ্বপ্রানী
আদরে সব দুলালীদের মিটিয়ে দিতাম দুঃখ গ্লানী।
যদি হত তাই জীবন ভর করিতাম জাতীর সেবা
তবুও কল্যাণে ব্যয় করিব জীবন সর্বদা।

0 comments:

Post a Comment