খোকার গল্প
এম. রাজু আহমেদ

মা’গো কোথা থেকে এলো
জগৎ টাকে দেখতে কেন লাগে এত ভালো।
কোথা থেকে বইছে হাওয়া দুলছে গাছের ফল
এই দেখ মা চাঁদ মামা করছে টলমল।
নে নে আকাশের রং কেন বদলায়
রাত্রী শেষে সূর্যের আলো তাপ যেন চড়ায়।
মা’গো এইযে দেখ উড়ছে পাখি মেলছে তারই ডানা
প্রজাপতী খেলছে ভিড়ে মানছে না আর মানা।
সাত রংয়ে সাজছে ধনু গগনের পানে
তাই দেখে সব খোকা খুকু খুসির প্রদীপ টানে।

0 comments:

Post a Comment