সবই খোদার দান

কিছুই করিতে পারেনা সৃষ্টি স্রষ্টা বিহীন
খোদারই আদেশে সবই হয় নিশ্চয়ই তিনি অপরিসীম।
দেখি আর নাই বা দেখি যাহা নিঃসন্দেহে তাহারই গড়া,
ব্যর্থ নিরাশ নয় জাতি আজ স্বয়ং জ্ঞান দিলেন প্রতিদান ছাড়া।
তাহারই অসীম অনুপ্রেরণায় মোরা হয়েছি বাহাদুর
আদেশে তাহার ধ্বংশ হবে পাপী, আর নাহি বহুদূর।


অতি যতেœ মুগ্ধ হয়ে গড়িয়াছেন মানব জাতি
উৎফুল্লে বলিয়াছেন তোমরা অর্জিবে কত যে খ্যাতি।
ইহকাল পরকালের ন্যায় বিচারক খোদা বসিবেন সিংহাসনে
নিজস্ব দয়ায় মার্জনা করিবেন তিনি, ইহা জানে প্রতিজনে।
প্রেমময় দয়াময় সর্বকালে তিনি ন্যায় পরায়ন
নেই ভেদাভেদ তাঁহারই কাছে, দয়ালু উনি যাহার নাই শয়ন।

0 comments:

Post a Comment