উভয়
কাকুতির মাঝে মুক্তি মিলে বাগানে ফসল,
না থাকিলে আলো, ছায়া হয়ে যায় বিফল।
সোনার শয্যা কিসে, নিদ্রা না হলে,
প্রয়োজনহীন চাহিদা, লোভের অনুকূলে।
তিমির নেই যেথায়, বৃথা প্রদিপ সেথায়,
খুজিবে সেজন কোথায় সুখ, দুঃখ নেই যার।
সে কি আর আনন্দময়, সুখ নেই হৃদয়ে যার,
সেইতো নির্দয়, অশ্র“ নেই নয়নে যার।
অন্তর যাহার মলিন আছে কি দেহে পবিত্রতা,
সেজন মস্তিস্ক হারা, যার নেই স্বয়ং চেতনা।
কেন আজই জ্ঞানী সে, যাহার নেই সঠিক ভাবনা,
সে আবার কিসের বিচারক, নেই যার নিজস্ব ধারণা।
অস্ত্র থাকিলে বীর নহে, নির্ভীক বুকে বীরত্বময়
বিপদে ধৈর্য্য যে করে গ্রহন, তার পরাজয় হয়না কখন।
কাকুতির মাঝে মুক্তি মিলে বাগানে ফসল,
না থাকিলে আলো, ছায়া হয়ে যায় বিফল।
সোনার শয্যা কিসে, নিদ্রা না হলে,
প্রয়োজনহীন চাহিদা, লোভের অনুকূলে।
তিমির নেই যেথায়, বৃথা প্রদিপ সেথায়,
খুজিবে সেজন কোথায় সুখ, দুঃখ নেই যার।
সে কি আর আনন্দময়, সুখ নেই হৃদয়ে যার,
সেইতো নির্দয়, অশ্র“ নেই নয়নে যার।
অন্তর যাহার মলিন আছে কি দেহে পবিত্রতা,
সেজন মস্তিস্ক হারা, যার নেই স্বয়ং চেতনা।
কেন আজই জ্ঞানী সে, যাহার নেই সঠিক ভাবনা,
সে আবার কিসের বিচারক, নেই যার নিজস্ব ধারণা।
অস্ত্র থাকিলে বীর নহে, নির্ভীক বুকে বীরত্বময়
বিপদে ধৈর্য্য যে করে গ্রহন, তার পরাজয় হয়না কখন।
0 comments:
Post a Comment