পূজায় খুশী
উপমা চাষা

দূর্গা পূজা দূর্গা পূজা।
এল খুশির সাজা গোজা ॥
নতুন জামা পরে সবাই।
মায়ের কাছে যাই ছুটে যাই ॥
আয়রে তোরা আয়রে আয়।
পূজোর মেলায় চলো যাই।
কিনব মোরা হাতের চুড়ি।


আরো নিবো রঙ্গিন ঘুড়ি ॥
মায়ের চরনে দিবো ভক্তি।
দাওগো আমায় এই শক্তি ॥

0 comments:

Post a Comment