ঢাকের তালে
অর্চনা

ঢাকের তালে তালে।
যাবো মোরা হেলে দুলে ॥
মায়ের চরণ ভরবো ফুলে।
নাচব মোরা প্রাণের সুখে ॥
করব মোরা মায়ের পুজা।
খাবো মোরা খুরমা খাজা ॥
কিনব মোরা রঙ্গিন বাশিঁ।
মাকে নিয়ে বেজায় খুশি ॥

0 comments:

Post a Comment