কে করেছেন সৃষ্টি
 
বলতে পারো ভূবনটাকে
কে করেছেন সৃষ্টি।
কার হুকুমে ঝরে পড়ে
মোষল ধারা বৃষ্টি।
কার হুকুমে চলে জীবন
কার হুকুমে মরন।
কার হুকুমের আমরা গোলাম
কার হুকুমেই চলন।


তিনি মোদের মহান প্রভু
তিনিই মোদের রব।
তার হুকুমে চললে মোরা
পেয়ে যাব সব।

0 comments:

Post a Comment