মনের বাসনা 
 
প্রভু তোমার গান গেয়ে যাই
সকাল বেলার পাখি,
মধুমাখা নামটি তোমার
তাইতো তোমায় ডাকি।
তোমার দয়ায় রাতের বেলা
জোনাক ছাড়ে আলো।
তোমার নামে যাই যে ঘূচে
মনের নিছক কালো।


আছো তুমি, থাকবে তুমি
জীবন মরন তরে।
নামটি তোমার থাকবে প্রভু
বিশ্ব জগৎ জুড়ে।

0 comments:

Post a Comment