শারদীয় দুর্গোৎসব বানী - Part-4 

অন্ধকার অমানিশার এক মাহেন্দ্রণে যেদিন শুভ সূচনা হয়েছিল মানব সভ্যতার আলোকযাত্রা। সেদিন থেকেই জগৎ জননী মা আপনাকে প্রকাশ করার প্রবল আকাঙ্খা জন্ম নিয়েছিল মানব হৃদয়ে। অজ্ঞানতার অন্ধকারকে অতিক্রম করে মানুষ চায় উজ্জ্বল নত্রের রাজ্যে প্রস্ফুটিত হতে।

ইচ্ছে থাকলেই সব সময় উপায় হয় না। সব মানবীয় আকাঙ্খার ষোলআনা বাস্তবায়ন অসম্ভব প্রায়।
    বর্তমান কঠিন বাস্তবতার প্রোপটে সভ্যতার আলোকযাত্রার সাথে তাল মিলিয়ে চলার জন্যজাতির সুপ্ত প্রতিভাতে ব্যক্ত করতে যে প্রয়াস চালিয়েছে তা ুদ্র হলেও এর মাধ্যমে পিছিয়ে পড়া সমাজজীবনে এক সোনালী ভবিষ্যতের স্ফুটন ঘটবে। কারণ, বিন্দু হতেই বৃত্ত-সৃষ্টি হয় মহাসিন্ধুর।
 শুভ “মহামায়া”

অঞ্জলী কর্মকার

0 comments:

Post a Comment