শারদীয় দুর্গোৎসব বানী - Part-3
শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব। প্রতিটি মানুষ অধীর আগ্রহে বৎসরের এই দিনটির জন্য অপোয় থাকে। জীবনের সব দুঃখ দুর্দশার কথা ভূলে গিয়ে সবাই নেমে পড়ে সত্য, সুন্দর, ও অসুন্দরের প্রোপটে। মা দূর্গা এভাবেই এসেছিলেন এ ধরাধামে অসুর শক্তিকে দমন করে সত্য, সুন্দর প্রতিষ্ঠা করেছিলেন।
আমরাও মা দূর্গার এ সত্যকে ধরে রেখে আমাদের দৈনন্দিন জীবনে, হিংসা, মারামারি, রাহাজানি, হানাহানি ভূলে গিয়ে সততার আশ্রয় নেব। সবাই মায়ের শ্রীচরণে পূস্পাঞ্জলী অর্পণ করি। সমাজের, সকল স্তরের মানব সম্প্রদায়কে আমার শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভ মহামায়। (কিশোর সাহা)
0 comments:
Post a Comment