শারদীয় দুর্গোৎসব বানী - Part-6

এসেছে শরতকাল। আর এ শরতের পদধ্বনিতে মানবহৃদয়ে জগৎ জননীর আবাহন বার্তা নিয়ে হিন্দু সমাজের সর্বশ্রেষ্ট ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ধর্মীয় অনুভুতি আর শুদ্ধ পবিত্রধারা আনন্দের অনাবিলতায় আমরা পরিশুদ্ধ হই মাতৃবন্দনায়।

    তাই শরতের শারদীয় শুভেচ্ছাসহ অভিনন্দন সমাজের বিভিন্নস্তরে বসবাসরত সকল কলমযোদ্ধাকে।
    দেবী দূর্গা শক্তিময়ী, তিনি সৃষ্টিকারীনি, পালনকারীনি, তিনি ধাত্রী তিনি বরাভয়দায়িনী মাতৃশক্তি। মাতৃশক্তি সকল সৃষ্টির মূল। পৃথিবীর সভ্যতার উষালগ্ন থেকেই মাতৃবন্দনার ইতিহাস জানতে পারা যায়। শুভ আর অশুভের দ্বন্দে আজ মানুষের জীবন হয়ে উঠেছে নিষ্পেষিত। জীবনের বীভৎসতাকে নিস্কলুষ করে সুন্দরের প্রত্যাশা আমাদের সমবেত প্রার্থনা। প্রার্থনা সফল ও স্বার্থক হোক আপনয়ে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও কর্মনিষ্ঠায়।

বিকাশ চাষা

0 comments:

Post a Comment