ছয় রূপে ছয়টি ঋতু
গরমের হাত ছানি,
গ্রীষ্ম তুমি
দিলে আনি।
হায় বর্ষা
দাও ভরসা,
নিয়ে এসো বৃষ্টি
লাগে ভারি মিষ্টি ॥
শরতের ছায়া
লাগে বড় মায়া,
দাও হে তব পদছায়া
তুমি মহা মায়া
হেমন্তের শস্য ধন
তাই দেখে নেচে উটে মন,
নতুন সেই সুখে
গান ভরে বুকে।
হায়রে শীতের পিঠা
খেতে ভারি মিঠা,
কুয়াশার প্রভাব
খুজি শুধু তাপ
পাতা ঝরা সেই দিনে।
বসন্ত আসে কোকিলের ডাকে
সাজ গো মা তুমি,
বাসন্তির সাজে
যাত্রা করো
সেই শুভ পথে।
0 comments:
Post a Comment