সাগরের কথা
এম রাজু আহমেদ

আঁকাশ জুড়ে মেঘ রয়েছে থাকিবে চিরদিন
ভূবন ঘিরে বহিবে হাওয়া অভাব বিহীন। 
সাগর জলে জীবন কালে উতলে ভারী ঢেউ
ঝড়ের সাথে করছে লড়াই তপাস শিউশিউ। 
ঢেউয়ের তালে মা মাছেরা ছাড়লে জলে ডিম
সেই তালে ডিম ফেটে যেয়ে হয় পোনা সে করে তিড়িংতিড়িং। 

জলজ প্রাণীর গল্প ভারী দুঃখ লাগে প্রায়
কাকড়া অধিক বাচ্চা করে জীবন দিয়ে যায়। 
দেখতে চিংড়ি খুবই সুন্দর হাত-পা চমৎকার
লাল আলো দু’চোখে তাহার রাত্রে দেখো বারেবার। 
সাপ, ব্যাঙ ঘুরছে ুধায় করবে আহরন নিজ দাতে তার
পুঁটি, মলা হুমকি দেখে কোথায় গিয়ে লোকাবে সে আর। 
বহু কাহিনী জলজ প্রানীর বলে বিজ্ঞানীরা
সাগর জলে থাকবে সেটা নেই কোন কিনারা।

0 comments:

Post a Comment