ঔঁ শ্রী দূর্গায় নমঃ
যা দেবী সর্বভূতেষু মাতৃ রূপেন সংস্থিতা।
নমস্তসৈ, নমস্তসৈ, নমস্তস্যৈ নমঃ নমঃ

মাতৃ ভক্ত বরেষু

মা মহিমাময়ী দূর্গা সত্যযুগে যখন মহিষাসুর তপস্যা করে পিতামহ ব্রহ্মার বরে ত্রিভূবনে দেব দানব মানব কাহারো হাতে তার মৃত্যু হবেনা। এক মাত্র স্ত্রী ছাড়া তাহাকে কেহই মারিতে পারবে না। আর তাহার সেনাপতি রক্তবীজ এমন বরপ্রাপ্ত হয়েছে যে, তাকে যদি কেহ বধ করার জন্য হত্যা করে তবে তার রক্ত মাটিতে যত বিন্দু রক্ত পড়বে
ততটি রক্তবীজ অসুরের মত অসুর জন্ম হবে। তাই মহিষাসুর উম্মত হবে তার আসুরিক শক্তি ও সেনাপতির প্রভাবে স্বর্গ মর্ত ও পাতাল ত্রিভূবনের ঈশ্বর বলে মনে গর্ব করে। এবং ইন্দ্রাদী দেবতাদেরকে স্বর্গ হতে বিতাড়িত করে স্বর্গের সর্বস্ব নিজের ভোগ বিলাস রূপে ব্যবহার করে ইন্দ্রাদী দেবগণ অনেক যুদ্ধ করে মহিষাসুরের হাতে পরাজিত হয়। পরাজিত দেবগণ প্রাণের ভয়ে পিতামহ ব্রহ্মার নিকট গেলে তিনি ভগবান বিষ্ণুর শরনাপন্ন হওয়ার পরামর্শ দেন। দেবগণ রিদতটে গিয়ে বিশ্বপতি ভগবান বিষ্ণুর স্তুতি করে স্তবে, তুষ্ট হয়ে বিষ্ণু দেবতাদের বলেন, হে দেবগণ মহিষাসুর ব্রহ্মার বরে আমাদের হাতে অবধ। আপনারা মহামায়ার স্তব করুন এবং তার শরনাপন্ন হউন। তিনিই আপনাদের রা করবেন। বিষ্ণুর উপদেশে দেবগণ মা মহামায়ার স্তব করেন।

0 comments:

Post a Comment