কৌতুক 
একদা এক ব্যক্তি বাসে উঠতে না পোরে বাসের পেছনে দৌড়াতে দৌড়াতে তার গন্তব্যে পৌছে গেল। তারপর
প্রথম ব্যক্তিঃ জানিস আজ আমারা ৫ টাকা বেঁচে গেছে।


২য় ব্যক্তিঃ কি ভাবে?
১ম ব্যক্তিঃ আজ বাসে না উঠে ওটার পেছনে দৌড়াতে দৌড়াতেই চলে এসেছি।
২য় ব্যক্তিঃ তুই একটা আস্তা বোকা তুই বাসের পিছনে না দৌড়ে একটি সিএনজির পেছনে দৌড়ালে তোর ৫০ টাকা বাঁচত।

1 comments: