কৌতুক
একদিন যথাসময়ে বিআইপি পরীা শুরু হল ১ম জন ছিল খূব চালাক এবং ২য় জন ঝিল বোকা। ২য় জন ১ম জনকে বলেছে তোকে যা যা জিজ্ঞাস করবে আমাকে এসে বলবি। আমি তাই উত্তির দেব। কৌতুক হয়েছিল যেভাবেঃ-


১ম জন ভিতরে ডুকছে?
স্যারঃ জাতির পিতার নাম কি?
১ম জনঃ দাবিতো করে অনেকে যেমন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আরো অনেকে।
স্যারঃ বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে?
১ম জনঃ হওয়ার কথা ছিল ১৯৭০সালে কিন্তু হয়েছে ১৯৭১ সালে।
যথারীতি২য় জনঃ
স্যারঃ তোমার পিতার নাম কি?
২য় জনঃ দাবিতো করে অনেকে যেমন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আরো অনেকে।
স্যারঃ তোমার জন্ম কত সালে?
২য় জনঃ হওয়ার কথা ছিল ১৯৭০সালে কিন্তু হয়েছে ১৯৭১সালে।

0 comments:

Post a Comment