তুমি কি সেই
তুমি কি সেই ভোরের শিশির ভেজা শিউলি?
নাকি তুমি সেই রক্ত রাঙ্গা জবা?
কি উপমা দিব তোমায়?
তোমার উপমাযে শুধুই তুমি।
তুমি কি প্রভাতের সেই আগুন লাগা ঊষা?
নাকি তুমি সেই বানির গন্ধ ছড়ানো হাসনা হেনা?
কি উপমা দিব তোমায়?
তোমার উপমাযে শুধুই তুমি।
ও আমার মা ও আমার জন্ম ভূমি।
তুমি কি সেই হলদে লাগা কার্তিক মাসের ধান?
নাকি তুমি কান্ত কৃষানের ক›েঠ লাগা গান
কি উপমা দিব তোমায়?
তোমার উপমা শুধুই তুমি।
ও আমার বাংলাদেশ ও আমার জন্ম ভূমি।
তুমি কি সেই ভোরের শিশির ভেজা শিউলি?
নাকি তুমি সেই রক্ত রাঙ্গা জবা?
কি উপমা দিব তোমায়?
তোমার উপমাযে শুধুই তুমি।
তুমি কি প্রভাতের সেই আগুন লাগা ঊষা?
নাকি তুমি সেই বানির গন্ধ ছড়ানো হাসনা হেনা?
কি উপমা দিব তোমায়?
তোমার উপমাযে শুধুই তুমি।
ও আমার মা ও আমার জন্ম ভূমি।
তুমি কি সেই হলদে লাগা কার্তিক মাসের ধান?
নাকি তুমি কান্ত কৃষানের ক›েঠ লাগা গান
কি উপমা দিব তোমায়?
তোমার উপমা শুধুই তুমি।
ও আমার বাংলাদেশ ও আমার জন্ম ভূমি।
0 comments:
Post a Comment