আমার চেতনা

ওগো দেশের ফুল,
মাদকে আসক্ত হয়ে
করিস কেন ভূল।
ওগো দেশের কলি,
তুই কি চিনিস এই দেশের
হারিয়ে যাওয়া বুলি?
মাতৃভাষার জন্য তারা জীবন দিল ওরে


সেই ভাষার সঠিক ব্যবহার,
করতে পারি নারে।
এই ভাষাকে যদি তুই করিস ব্যবহার,

তাতেই তুই হবি দেশের সঠিক অহংকার।

0 comments:

Post a Comment