ঠিকানা
কখনো যদি আমায় মনে পড়ে
চলার পথে একটু থমকে দাঁড়িও
তোমার পথের বাঁকেই আমার ঠিকানা।
কখনো যদি আমাকে জানতে ইচ্ছে হয়
প্রকৃতির নীরবতায় আড়ালের রহস্যময়তা জেনে নিয়
সেখানে বিমুখ আমার পরিচয়।
কখনো যদি আমাকে দেখতে সাদ হয়
নির্মল নীল আকাশ দেখে নিও
আমি সেখানে একাকার হয়ে মিশে আছি।
কখনো যদি আমার কথা শুনতে ইচ্ছে হয়
তুমি পাখির মধুর কলবর শুনে নিও
স্মৃতির এ্যালবাম খুলে দেখো
আমার অজস্রে ভালবাসার ঠিকানা
0 comments:
Post a Comment