মায়ের আদর
অনেক বছর পার করে আজ
ভাবছি সেই বেলা
মায়ের কন্ঠে ঘুম পাড়ানী
গল্প বলার মেলা
ভাতের থালা হাতে নিয়ে
ছুটতেন সারা বাড়ী
লুকিয়ে গেলে কাঁদত মা
চাইতো দিতে আড়ি।
সাজের বেলায় পড়তে বসি
থাকত মা কাছে
বলতো খোকন হবে বড়
অনেক বড় পাশে।
মায়ের সেই আদর মাখা
দিন গুলো আজ ও আমি পাই
সেই দিনগুলো পাইবে নাতো
যাদের মা আজ নাই।
0 comments:
Post a Comment