কবিতানো ইভটিজিং
বোরকা দিয়ে চল বোন বোরকা দিয়ে চল
ইভটিজিং এর বিরুদ্ধে আজ জোরে কথা বলো।
পর্দা যদি করো সবাই ইভটিজিং কি হবে,
তোমরা যদি হও সচেতন, ইভটিজিং দুর হবে।
বোরকা দিয়ে চলো সবাই শহর এবং গায়,
ইভটিজিং আর হোক না দেশে এই সমাজটা চায়।
বোরকা পরো সাধা সিধে মডার্ন স্টাইল ছাড়
ইভটিজিং আর অসচ্ছতা দেশটি থেকে কাড়।
হও সচেতন মেয়ে যুবক সাবধানতায় চলি
ইভটিজিংকে না বলে সবাই সঠিক পথে চলি।

0 comments:

Post a Comment