কবিতা
শিকের মর্যাদা
তোমার অন্তরে জালাল যারা জ্ঞানের বাতি
উৎর্সগ হউক প্রাণ তব শ্রদ্ধা কর তার প্রতি
ব্যাথা দাও কভু শিক মনে
মুছে দাও সে ব্যাথা সদাচরনে
একথা আজীবন রাখিও স্বরণ,
বিদ্যাবুদ্ধি মানবতা শিখান গুরুজন
ত্যাজয়া নিজের জান সপিয়া আপন প্রান
করে মোদের শিা দান।
সারাটি জনম গাই তাদেরই জয়গান।

0 comments:

Post a Comment