কৌতুক
কনে দেখে ফেরার সময় বরের বাবা কনের পাশের বাড়ির ভদ্রলোককে জিজ্ঞেস করলেন-
বরের বাবাঃ আচ্ছা ভাই সাহেব আপনার প্রতিবেশি নাদান মিঞা লোকটা কেমন?

তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের কথা হচ্ছে। আপনি তো উনাকে চেনেন।
প্রতিবেশিঃ চিনি মানে এই তো সেদিন পাশের বাড়ির এক অনুষ্ঠানে আমাকে দেখা মাত্রই কোলাকুলি করার জন্য ছুটে এলেন। পরে বাসায় এসে দেখি পকেটে মানিব্যাগটা নেই।

1 comments: