ছোট গল্পলোভের পরিমান
একদা আলী চৌধুরী নামে এক লোক গ্রামে বাস করত। সে খুব ধনবান ব্যক্তি ছিল। কিন্তু সে ছিল লোভী। তার এত ধন থেকেও সে আরও ধনের জন্য আশা করত। একদিন এক লোক চাকুরীর জন্য ঋন টাকা আলীর কাছে চাইল। আলী দিতে রাজি হল না। তখন লোকটি বলল আলী ভাই আমি চাকুরীর জন্য তোমার কাছে ঋন চাচ্ছি। তুমি যদি আমাকে ঋন দাও তাহলে আমি তোমাকে এক হাজার টাকা সুদ দেব। আলী রাজি হলেন। লোকটি আলীর কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। কয়েকদিন পর লোকটি আলীর কাছে এসে তার টাকা ফিরত সহ আর ও দুই হাজার টাকা সুদ দিল। আলী খুব খুশি হলেন। কয়েকদিন পর লোকটি আবার আলীর বাড়িতে এসে বলল আলী ভাই আমাকে ৫০ হাজার টাকা দিন আমার চাকুরী হলে আপনার টাকা ফিরতে দিয়ে দেব এবং পাঁচ হাজার টাকা সুদ দেব। আলী খুশি হয়ে লোকটিকে টাকা দিলেন। লোকটি টাকা নিয়ে চলে গেল। এবং আর কোন দিন লোকটি ফিরে আসল না। আলী মাথায় হাত দিয়ে বলেন এই কি আমার লোভের পরিনাম।
একদা আলী চৌধুরী নামে এক লোক গ্রামে বাস করত। সে খুব ধনবান ব্যক্তি ছিল। কিন্তু সে ছিল লোভী। তার এত ধন থেকেও সে আরও ধনের জন্য আশা করত। একদিন এক লোক চাকুরীর জন্য ঋন টাকা আলীর কাছে চাইল। আলী দিতে রাজি হল না। তখন লোকটি বলল আলী ভাই আমি চাকুরীর জন্য তোমার কাছে ঋন চাচ্ছি। তুমি যদি আমাকে ঋন দাও তাহলে আমি তোমাকে এক হাজার টাকা সুদ দেব। আলী রাজি হলেন। লোকটি আলীর কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। কয়েকদিন পর লোকটি আলীর কাছে এসে তার টাকা ফিরত সহ আর ও দুই হাজার টাকা সুদ দিল। আলী খুব খুশি হলেন। কয়েকদিন পর লোকটি আবার আলীর বাড়িতে এসে বলল আলী ভাই আমাকে ৫০ হাজার টাকা দিন আমার চাকুরী হলে আপনার টাকা ফিরতে দিয়ে দেব এবং পাঁচ হাজার টাকা সুদ দেব। আলী খুশি হয়ে লোকটিকে টাকা দিলেন। লোকটি টাকা নিয়ে চলে গেল। এবং আর কোন দিন লোকটি ফিরে আসল না। আলী মাথায় হাত দিয়ে বলেন এই কি আমার লোভের পরিনাম।
kub sundor
ReplyDeletewow lovely
ReplyDelete